Monday, December 17, 2018

রঙিন মাছের প্রজননের প্রকারভেদ

রঙিন মাছের প্রজনন বিভিন্ন প্রজাতির জন্য বিভিন্নরূপ। যাই হোক প্রজননের বৈশিষ্ট অনুযায়ী রঙিন মাছকে মূলত বাচ্চাপাড়া অন্তজ জনন(Live Bearers) গোষ্ঠী ও ডিমপাড়া বা অন্ডজ জনন(Egg Layerers) গোষ্ঠীতে ভাগ করা যায়।

প্রজননের আচরণ অনুযায়ী/ রঙিন মাছের প্রকারভেদ ঃ

  • বাচ্চাপাড়া বা অন্তজ জনন গোষ্ঠী ঃ
বাচ্চাপাড়া গোষ্ঠীর মধ্যে গাপ্পি, সোর্ডটেল, মলি, প্লাটি, গাম্বুসিয়া উল্লেখযোগ্য।


  • ডিমপাড়া বা অন্ডজ জনন গোষ্ঠী ঃ
ডিমপাড়া গোষ্ঠীর স্বকীয় বৈশিষ্টের জন্য এদেরকে পাঁচটি ছোট দলে ভাগ করা যেতে পারে।

১) ডিম আলগা ও ছড়ানো প্রকৃতির ( Egg Scatterers)ঃ
এই গোষ্ঠীর মাছ জলে এক সঙ্গে প্রচুর সংখ্যক ডিম পাড়ে ও জলে নিষিক্ত হয়। ডিম গুলো আলাদা আলাদা জলে ভাসে। ভাসতে ভাসতে কোন কিছুর গায়ে জমা হয় ও অনুকূল পরিবেশে ৮-১০ ঘন্টা পর ডিম ফুটে বাচ্চা বের হয়। যেমন- বার্ব, টেট্রা, ড্যানিও জাতীয় মাছ।

২) ডিম আঠালো ও ছড়ানো প্রকৃতির ( Adhesive Egg Scatterers )ঃ
এই গোষ্ঠীর মাছ জলে ডিম পাড়ে। ডিমগুলো আঠালো প্রকৃতির হয় ও কোন কিছুর গায়ে আটকে যায়। অনুকূল পরিবেশে ৪৮-৭২ ঘন্টা পর ডিম ফুটে বাচ্চা বের হয়। যেমন- গোল্ড ফিস, কাপ জাতীয় মাছ।

৩) ডিম স্থাপনকারী ( Egg Depositors)ঃ
এই গোষ্ঠীর মাছ জলজ উদ্ভিদের পাতা, শাখা, নুড়ি পাথর এমনকি কাঠের উপর আঠালো প্রকৃতির ডিম পাড়ে। অনুকূল পরিবেশে প্রায় ৭২ ঘন্টা পর ডিম ফুটে বাচ্চা বের হয়। এদের সন্তান বাৎসল্য দেখা যায়। যেমন- অ্যাঞ্জেল, ডিসকাস, ফায়ার মাউথ, রামি রোজি, সাকার মাউথ ক্যাটফিশ ও ক্রোকোডাইল ফিশ জাতীয় মাছ।

৪) ডিম মুখে পরিস্ফুটিত হয় ( Mouth Brooders)ঃ
এই গোষ্ঠীর স্ত্রী-মাছ আধারের মাটি বা বালির মধ্যে গর্ত করে বাসা তৈরী করে ও তার মধ্যে ডিম পাড়ে। এই বাসাতেই নিষেক ক্রিয়া সম্পন্ন হয়। নিষিক্ত ডিম পুরুষ-মাছ মুখ গহ্বরে তুলে নেয় ও ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত মুখ গহ্বরেই রাখে ও কোনপ্রকার খাদ্য গ্রহণ করে না। যেমন- তিলাপিয়া, আরোআনা, মালয়ী চিকলিড জাতীয় মাছ।

৫) ডিম বুদ্বুদের বাসায় ভাসমান প্রকৃতির( Bubble Nest Builders)ঃ
এই গোষ্ঠীর পুরুষ মাছ জলে লালার সাহায্যে বুদ্বুদ তৈরী করে যাকে বাবল নেস্ট বলে। এই বাবল নেস্টে স্ত্রী-মাছ ডিম পাড়ে ও পুরুষ মাছ ডিম গুলোকে নিষিক্ত করে। যেমন- গোরামী, ফাইটার জাতীয় মাছ।

মৎস চাষ বিষয়ে বিষদ জানতে আমার YOUTUBE CHANNEL অনুসরণ করুন।

1 comment:

  1. Myself Avijit Bera From Bata nagar my whatsapp no 9831388783.pls contact me for breeding process n others.If u hv no problem then u can give me ur ph number ..

    ReplyDelete